নাটোর

ছিনতাইকারীর কোপে আহত যুবক আইসিইউতে, ওসি বললেন ‘তেমন কিছু না’

মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরে পুলিশ সুপার অফিসের সামনে এক যুবককে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। শনিবার দিবাগত রাতে এই ঘটনায় আহত যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

রানা নাটোর শহরের দিঘাপতিয়া এলাকায় জনাব আলীর ছেলে।

রানার ছোট ভাই মোহাম্মদ জন বলেন, শনিবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় ফিরছিলেন রানা। রাত ২টার দিকে পুলিশ সুপার অফিসের সামনে আসতেই ৪-৫ জন ছিনতাইকারী অটোরিকশা থামিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীদের একজন চাপাতি দিয়ে তার পেটে কোপ দিয়ে গুরুতর জখম করে। এরপর মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

তার দাবি, ছিনতাইকারীরা যখন রানার ওপর হামলা চালায় তখন কিছু দূরেই পুলিশের একটি ভ্যান দাঁড়িয়ে ছিল। সে চিৎকার করলেও পুলিশ এগিয়ে আসেনি।

যোগাযোগ করা হলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনা তেমন কিছুই না। হামলাকারীরা কোনো কিছুই নেয়নি। বিষয়টি ছিনতই নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে।'

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ছিনতাইকারীদের ধরতে জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ। শহরের ছিনতাইকারীদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

একই রাতে শহরের আলাইপুর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে খেলনা পিস্তল দেখিয়ে অটোরিকশা চালককে ছিনতাইয়ের সময় উজ্জ্বল কুমার সূত্রধর নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশ।

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

1h ago