যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

তার সঙ্গে ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত হাসান হাওলাদার (৩০) সায়েদাবাদ এলাকার একটি মোটর ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।

গতরাত ১টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর বিদ্যুৎ লেন এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহতের শ্যালক মমিন হোসেন জানান, মঙ্গলবার রাতে পটুয়াখালী সদর উপজেলার গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন হাসান। ধোলাইপাড় এলাকায় বাস থেকে নেমে দক্ষিণ যাত্রাবাড়ীর বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, রাত আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ও বাম হাতে ৩টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তার সঙ্গে ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, তিনি যোগ করেন।

Comments