হিরো আলমের ওপর হামলা: ‘মূল সন্দেহভাজন’ ২ জন গ্রেপ্তার
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ২ জনকে আটক করেছে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- মানিক গাজী ও আল আমিন। পুলিশ জানিয়েছে, তারাই মূল হামলাকারী।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে বনানীর একটি ভোটকেন্দ্রে শারীরিকভাবে লাঞ্ছিত হন হিরো আলম।
ওসি জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হামলার সময় মানিক হিরো আলমের কোমর চেপে ধরে এবং আল-আমিন তাকে মারধর করে।
এর আগে পুলিশ হামলার ঘটনায় ক্ষমতাসীন দলের ৭ জনকে গ্রেপ্তার করে।
গ্রেফতার ৭ জনের মধ্যে ৫ জন গোপালগঞ্জের বাসিন্দা। তারা হলেন সানোয়ার কাজী (২৮); সোহেল মোল্লা (২৫); বিপ্লব হোসেন (৩১); মাহমুদুল হাসান মেহেদী (২৭) এবং মোজাহিদ খান (২৭)।
বাকি ২ জন হলেন, আশিক সরকার (২৪) ও মো. হৃদয় শেখ (২৪) যথাক্রমে কুমিল্লা ও শরীয়তপুরের বাসিন্দা।
এদের মধ্যে মাহমুদুল, মোজাহিদ, আশিক ও হৃদয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন বলে জানান বনানী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান।
সূত্র জানায়, সানোয়ারকে প্রায়ই তাঁতী লীগ ও শ্রমিক লীগের সমাবেশে দেখা যায় এবং সোহেল ও বিপ্লব আ.লীগের কর্মী।
ওসি জানান, আরও ১০-১৫ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে অভিযান চলছে।
Comments