এবার আর নির্বাচন করব না, ১৭ ডিসেম্বর কারণ বলব: হিরো আলম

নির্বাচন করবেন না হিরো আলম
হিরো আলম। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাবেন বলে জানিয়েছেন বগুড়া-৪ আসনের প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবার আর নির্বাচন করব না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করব। আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করব।'

কেন প্রার্থিতা প্রত্যাহার করবেন জানতে চাইলে হিরো আলম বলেন, 'প্রত্যাহারের কারণ এখনই কাউকে বলব না। ১৭ ডিসেম্বর সব কারণ সবাইকে বলব।'

এর আগে, গতরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন হিরো আলম। গত ৩ ডিসেম্বর বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম চারটি ভুলের কারণে তার মনোনয়নপত্র বাতিল করে দেন। পরে ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ মোট চারবার জাতীয় সংসদ নির্বাচনে (উপ-নির্বাচনসহ) প্রার্থী হয়েছেন হিরো আলম। মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় চারবারই তার প্রার্থিতা বাতিল হয়। পরে দুইবার নির্বাচন কমিশন ও দুইবার হাইকোর্টে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি। এ বছরের শুরুতে বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে আওয়ামী লীগের শরিক জাসদের প্রার্থীর কাছে হেরে যান তিনি।

 

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

6h ago