পি কে হালদারের বিরুদ্ধে মামলার সাক্ষীদের জবানবন্দি রেকর্ড

অবৈধভাবে প্রায় ৪২৬ কোটি টাকা আত্মসাৎ এবং কানাডায় ৮০ কোটি টাকা পাচারের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ঢাকার একটি আদালত আজ সাক্ষীদের জবানবন্দি রেকর্ড শেষ করেছেন।
পি কে হালদার
পি কে হালদার। ছবি: সংগৃহীত

অবৈধভাবে প্রায় ৪২৬ কোটি টাকা আত্মসাৎ এবং কানাডায় ৮০ কোটি টাকা পাচারের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ঢাকার একটি আদালত আজ সাক্ষীদের জবানবন্দি রেকর্ড শেষ করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিনকে জেরা শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম মামলায় সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া শেষ করেন।

বিচারক জেল হেফাজতে থাকা চার আসামির আত্মপক্ষ সমর্থনের জবানবন্দি রেকর্ড করার জন্য ২৬ জুলাই দিন ধার্য করেন। এই মামলায় পি কে হালদারসহ ৯ আসামি পলাতক আছেন।

গত বছরের ৮ সেপ্টেম্বর ওই মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত।

মামলার অন্য নয়জন পলাতক আসামি হলেন পি কে হালদারের মা লীলাবতী হালদার ও ভাই প্রীতিশ কুমার হালদার, সহযোগী পূর্ণিমা রানী হালদার, অমিতাভ অধিকারী, রাজীব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায়, উত্তম কুমার মিস্ত্রি এবং স্বপন কুমার মিস্ত্রি।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পি কে হালদারের আইনজীবী সুকুমার মৃধা, মেয়ে অনিন্দিতা মৃধা এবং চাচাতো ভাই শঙ্খ বেপারী এর আগে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অর্থ পাচারের অভিযোগে গত বছরের ১৪ মে ভারতের অশোকনগরে পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়।

অবৈধভাবে প্রায় ২৭৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago