বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খারিজ

মিজানুর রহমান মিনু
মিজানুর রহমান মিনু। ছবি: সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার একদিন পর তা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা সাইবার ট্রাইবুন্যালের বিচারক এএম জুলফিকার হায়েত এ মামলা 'আমলে' নেওয়ার মতো আইনি ভিত্তি নেই বলে তা খারিজের আদেশ দেন।

বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে যে 'ভুক্তভোগী' এই মামলায় অভিযোগকারী হিসেবে দাঁড়াননি, বা তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ও ছিলেন না।

এতে আরও বলা হয়, এর পরিবর্তে মামলাটি 'ভুক্তভোগী'র দূরের সম্পর্কে একজন দায়ের করেছিলেন। তার এই মামলা দায়ে করার এখতিয়ার নেই।

বিচারক তার আদেশে বলেন, যে ব্যক্তি মামলাটি দায়ের করেন তিনি মিজানুর রহমান মিনুর এই মন্তব্যে ব্যক্তিগতভাবে আঘাত পাননি। তাই মামলাটি বাতিল করা হলো।

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে এনামুল হকের ব্যবসা প্রতিষ্ঠান এনা গ্রুপের কর্মকর্তা পারভেজ হোসেন বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

পারভেজ হোসেনের দাবি, গত ১৯ জুলাই রাত ১টায় একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এনামুল হককে 'ছাত্রশিবিরের সাবেক সভাপতি' বলে সম্বোধন করেছেন মিজানুর রহমান মিনু। এমনকি, এনামুল হক কখনো ছাত্রলীগ ও যুবলীগের কর্মী ছিলেন না, এখন তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য।

এ ধরনের মিথ্যা ও বানোয়াট মন্তব্য সংসদ সদস্য এনামুল হকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago