আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা সমাবেশের ডাক হাসনাতের

গতকাল রাত ১০টার দিকে যমুনার সামনে শুরু হওয়া চলমান কর্মসূচি থেকে আজ সকালে এ ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: আনিসুর রহমান/স্টার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি সব রাজনৈতিক দলের সমর্থকদের এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল রাত ১০টার দিকে যমুনার সামনে শুরু হওয়া চলমান অবস্থান কর্মসূচি থেকে আজ সকালে এ ঘোষণা দেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, '৮ আগস্ট এ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। শহীদ এবং আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় এই সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম, গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার। তাদের দিক থেকে কোনো তৎপরতা আমরা এখনো দেখিনি। এই বিচারের কালক্ষেপণের মধ্যে দিয়ে আমরা সন্দেহ করছি, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে।'

'অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, এ সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে গণহত্যাকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি,' বলেন তিনি।

তার ভাষ্য, 'আমরা বিভিন্ন সময়ে তথ্য পেয়েছি, এখানে বিভিন্ন উপদেষ্টারও অনিচ্ছা রয়েছে। আমরা উপদেষ্টাদের বলতে চাই, আপনারা ছাত্র-নাগরিকের রক্তের ওপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন। সুতরাং আপনারা যদি মনে করেন, কুটচালের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেই চেষ্টা হয়েছিল বিধায় আজ আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি।'

তিনি আরও বলেন, 'যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা না হবে এবং বিচারিক প্রক্রিয়ায় সুস্পষ্ট রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না।'

ফোয়ারার সামনে মঞ্চ তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি, গত দেড় দশক ধরে নির্যাতিতরা, বিডিআর পরিবার, হত্যাকাণ্ডের শিকার পরিবার, গুম খুনের শিকার পরিবার-সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, 'সারা বাংলাদেশের জনগণকে বলব আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে ৫ আগস্ট নেমে এসেছিলেন, যেভাবে জুলাইয়ে নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন।' 

'ফোয়ারার সামনে থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে রাস্তা রয়েছে, যেই রাস্তা বাংলামোটর পর্যন্ত গিয়েছে, পুরো রাস্তা আজকে জনসমুদ্রে পরিণত করব। আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়।'

Comments

The Daily Star  | English

Gunfight on Meghna: ‘Robbers’ attack new police camp in Munshiganj

Police suspect arms used in attack were stolen from other police stations last year

2h ago