মুন্সিগঞ্জে অভিযান

জামাতুল আনসার আমিরসহ গ্রেপ্তার ৩

জঙ্গি গ্রেপ্তার
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমিরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমিরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র‍্যাব।

এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমীর মো. আনিসুর রহমান মাহমুদ আছেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবী জানান, 'আমাদের সদস্যরা অভিযানে সহযোগিতা করেছে। তবে, অভিযানে গ্রেপ্তার করা আসামিদের আমাদের কাছে এখনও হস্তান্তর করা হয়নি। নিয়ম অনুযায়ী লৌহজং থানাতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাবের অভিযান শেষ হলে আসামিদের আমাদের কাছে হস্তান্তর করা হবে।'
প্রাথমিকভাবে জানা গেছে ২-৩ দিন আগে তারা লৌহজংয়ে ওই বাড়িতে ভাড়ায় থাকতে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।

Comments

The Daily Star  | English

South Africa win World Test Championship to end trophy drought

South Africa won the World Test Championship on Saturday, completing a remarkable turnaround to beat Australia by five wickets as they successfully chased down an imposing 282-run target.

2h ago