মৈত্রী এক্সপ্রেস থেকে ১৬২ লিটার মদ জব্দ

জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৪ হাজার টাকা।
ছবি: সংগৃহীত

কলকাতা থেকে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ১৬২ লিটার বিদেশি মদ এবং শাড়ি, জামা ও কসমেটিকস জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিবারনী/টহল টিম-৪ ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে।

অভিযানে ট্রেনে ইন্ডিয়ান র‍্যাকের ২টি স্টাফ রুমের আসনের নিচে এবং ফলস সিলিংয়ের ওপরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা কয়েকটি ব্যাগ তল্লাশি করে ১৬২ লিটার বিদেশি মদ, পরিত্যক্ত ৩৪টি শাড়ি, ১৫টি ওয়ান পিস ও ১৬ কেজি কসমেটিকস জব্দ করা হয়।

পরে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের রিলে রুম নামক একটি তালাবদ্ধ সংরক্ষিত রুম থেকে আরও ২৭ লিটার এবং ভারতীয় পাসপোর্টধারী ফ্রিকোয়েন্ট যাত্রীর কাছ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৪ হাজার টাকা। পণ্যগুলো পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য কাস্টম হাউস, ঢাকার কাছে জমা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Mob justice is just murder

Sadly, when one lynching can be said to be more barbaric than another, it can only indicate the level of depravity of some our university students

50m ago