মারধরের পর বস্তাবন্দী করে পুকুরে ফেলে দেওয়া যুবকের মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ধামরাইয়ে পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে ওই যুবককে মারধর করে একটি মাইক্রোবাস থেকে পুকুরে ফেলে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত কারখানা শ্রমিক রবিউল ইসলাম (৩০) আশুলিয়ার গাজিরচটের চাড়ালপাড়ার বাসিন্দা ছিলেন। 

আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভাড়ারিয়া বাজার এলাকার একটি পুকুর থেকে তাকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) পান্নু মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পথচারী প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পাশে পুকুরে চলন্ত মাইক্রোবাস থেকে একটি বস্তা ফেলতে দেখে স্থানীরা এগিয়ে যায়। পরে তারা কাছে গিয়ে বস্তার ভেতরে কাউকে নড়াচড়া করতে দেখে। বস্তার মুখ খোলার পর আহত অবস্থায় রবিউলকে পাওয়া যায়।

পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসআই পান্নু মিয়া ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন আছে।'

ধামরাই উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফাত আরা ডেইলি স্টারকে বলেন, 'রবিউলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার পা ভেঙে দেওয়া হয়েছে।'

জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ডেইলি স্টারকে বলেন, 'কারা ঘটনাটি ঘটিয়েছে তার একটা প্রাথমিক ক্লু পেয়েছি। অপরাধীদের আটকে অভিযান চলছে।'

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

8h ago