ট্রেনের টিকিট কিনতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

এ ঘটনায় জিআরপি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খলিলুর রহমান।
জামালপুর টাউন রেলওয়ে জংশন স্টেশন। ছবি: সংগৃহীত

জামালপুর টাউন রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকিট কিনতে গিয়ে হামলার শিকার হয়েছে 'ঢাকা মেইল'র স্টাফ রিপোর্টার খলিলুর রহমান।

আজ বুধবার স্টেশনের কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের খাইরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক তার ওপর হামলা করে।

এ ঘটনায় জিআরপি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খলিলুর রহমান।

জিডি সূত্রে জানা যায়, খলিলুর রহমান আজ ভোরে ঢাকা হতে জামালপুরে এসেছিলেন। কাজ শেষে দুপুরে ঢাকায় ফেরার জন্য জামালপুর রেলওয়ে স্টেশনে টিকিট সংগ্রহের জন্য যান। ঢাকার টিকিট চাইলে কমিউটার ট্রেন কাউন্টারের দায়িত্বরত বিক্রেতা ১টি সিটের জন্য ৩টি টিকিট কিনতে বলেন। তিনি ৩টি টিকিট কিনলেও এর কারণ জানতে চান। তখন কাউন্টারে থাকা কয়েকজন যুবক সাংবাদিক খলিলকে গালিগালাজ ও হুমকি দেন।

পরে এ অনিয়মের ঘটনা মোবাইলে ধারণ করতে থাকলে কাউন্টার থেকে খাইরুল ইসলাম বের হয়ে এসে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সাংবাদিক খলিলুর রহমানের ওপর হামলা করে।

খলিলুর রহমান বলেন, 'আমি অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'

জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তারা মিয়া বলেন, 'এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments