১৩ বছরের কিশোরী ৭ দিনেও উদ্ধার না হওয়ায় উদ্বেগে পরিবার

মানিকগঞ্জ থেকে ১৩ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়া গ্রামের সেতু সূত্রধর অনি (২৫) এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পুলিশ বলছে কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু ঘটনার ৭ দিনেও ওই কিশোরী উদ্ধার না হওয়ায় উদ্বেগে আছে পরিবারটি।
ওই কিশোরীর ফুফাতো ভাই সজল সরকার গত ১৭ আগস্ট মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
সজল সরকার বলেন, 'নিখোঁজ হওয়া আমার মামাতো বোনের বাড়ি ফরিদপুরের সদর উপজেলার কোমরপুর গ্রামে। সে মানিকগঞ্জ জেলা শহরের পূর্বদাশড়া গ্রামে, আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করছে। জেলা শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত ১৬ আগস্ট সকালে সে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। মানিকগঞ্জ সদর থানার ওসির পরামর্শে থানায় অভিযোগ দায়ের করি। কিন্তু ঘটনার ৭ দিন পার হয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেননি।'
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, 'অভিযোগটি পাওয়ার পর আমরা নিখোঁজ কিশোরীকে উদ্ধারের জোড় চেষ্টা চালিয়েছি। মানিকগঞ্জ সদর ফাঁড়ির ইন-চার্জ, পরিদর্শক মজিবর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অভিযোগকারীদের সাথে নিয়ে একাধিকবার অভিযুক্ত যুবকের বাড়ি রাজবাড়ির জেলার তেতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করেছেন। আশা করছি কিশোরীকে দ্রুতই উদ্ধার করা সম্ভব হবে।'
মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান আজ বিকেল ৫টার রদিকে বলেন, 'আমি এখনও অভিযানে আছি। উদ্ধারের চেষ্টা করছি।'
Comments