স্বামী-স্ত্রীর কলহে লাঠির আঘাতে প্রাণ গেল শিশুর
ঢাকার সাভারে স্বামী-স্ত্রীর মাঝে কলহের জেরে প্রাণ হারিয়েছে তাদের এক বছরের শিশু। এ ঘটনায় শিশুটির বাবা মো. আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাত ১২টার দিকে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় সাবেক পৌর কমিশনার মো. হোসেনের মালিকানাধীন ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির মা কল্পনা আক্তার শিশুটির বাবা মো. আলমগীরের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করে। মামলায় আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আজ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আলমগীরের (২৩) গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার দেবপুর এলাকায়। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক।
পুলিশ জানায়, পারিবারিক কলহের সূত্র ধরে কয়েক দিন আগে আলমগীর ও কল্পনা দম্পত্তির বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে কল্পনা ছেলেকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন। গতকাল রাত ১২টার দিকে আলমগীর কল্পনার ভাড়া বাসায় যায়। এক পর্যায়ে দুজনে কথা কাটাকাটি ও মারামারিতে জড়িয়ে পড়ে৷ মারধরের সময় আলমগীরের হাতে থাকা কাঠের লাঠির আঘাতে তাদের একমাত্র শিশু ছেলে আলিফ মারা যায়।
আহত শিশুটিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশুটির মায়ের অভিযোগ লাঠির আঘাতের পরও আলমগীর শিশুটিকে হত্যার উদ্দেশ্যে হাত-পা ধরে মাটিতে আছড়ে মেরেছে। আমরা সেভাবেই মামলা নিয়েছি।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কি না সেটি জানা যাবে। শিশুটির মরদেহের ময়নাতদন্তেও এ বিষয়ে তথ্য পাওয়া যাবে।'
Comments