খাগড়াছড়ি

শিশুকে পিটিয়ে হত্যা: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

খাগড়াছড়িতে ৭ বছরের শিশু আবির হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে আজ মঙ্গলবার জানান, গত রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়।  

গত শুক্রবার হত্যা মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা মো. সারোয়ার হোসেন।

ওসি বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের সূত্র ধরে পুলিশের হাতে ধরা পড়ে শিক্ষক আমিনুল।

খাগড়াছড়ির এসপি মুক্তা ধর জানান, পড়তে না বসায় শিশুটিকে ডিশ ক্যাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছেন ওই মাদ্রাসাশিক্ষক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তা স্বীকার করেছেন।

গত ২৭ আগস্ট খাগড়াছড়ি জেলা সদরের ভুয়াছড়ি এলাকার বায়তুন আমান কমপ্লেক্সের হেফজ বিভাগের ছাত্র আবিরকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে আমিনুলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন আমিনুল।

আবিরের সহপাঠীরা জানায়, আবিরকে প্রায়ই জর্দা খেতে দিতেন শিক্ষক আমিনুল। খেয়ে বমি করলে বেদম মারধর করতেন তিনি। এমনি একবার তাকে দানবাক্সে ঢুকিয়ে তালা মেরে রাখে। অনেক সময় পরে তাকে বের করে।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago