আ. লীগ নেতাকে মারধরের অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জি এস এম মিজানুর রহমানকে মারধরের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-- জামালপুর ছাত্রদলের শহর শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হাসান (৩৫) এবং জেসমিন সুলতানা জলি আক্তার (৩২)।

গতকাল সোমবার সন্ধ্যায় জামালপুর শহরের কালীঘাট এলাকায় হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

আহত মিজানুর রহমান জামালপুর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

হামলার ঘটনায় আজ দুপুরে চার জনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা করেন মিজানুর।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার বিকেলে মিজানুর রহমান বাইপাস রোডে হাঁটতে বের হন। এ সময় একদল দুর্বৃত্ত এক মোটরসাইকেল আরোহীকে মারধর করছিলেন। তিনি মারপিট ঠেকাতে এগিয়ে যান। তিনি ওই মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে ব্যর্থ হয়ে আবার হাঁটা শুরু করেন। হাঁটা শেষে ফেরার সময় ওই এলাকায় এলে তাকে অভিযুক্তরা মারধর করেন।

অভিযোগের পর ঘটনাস্থল থেকে আরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জেসমিন সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

বাকি দুই আসামি মো. সাজু মিয়া (৪০), রোজিনা বেগম (৩৬) কে  গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago