নেসকো প্রকৌশলীকে মারধরের অভিযোগ আ. লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে

তিস্তায় নৌকাডুবি
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের কালীগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর নির্বাহী প্রকৌশলীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে।

আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরে নেসকো অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়। 

এ সময় হামলাকারীরা ওই অফিসের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে চড় ও কিল-ঘুষি মারেন।

প্রাণনাশের হুমকি পাওয়ার পর নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাস উপজেলা শহর ছেড়ে এখন নিরাপদ জায়গায় অবস্থান করছেন।

টেলিফোনে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুরে ১০-১২ জন যুবক নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দিয়ে আমার অফিসে এসে হট্টগোল শুরু করে। অফিসের স্টাফরা বাধা দিলে তারা আরও ক্ষুব্ধ হয়ে অফিসে ভাঙচুর চালায় ও স্টাফদের মারধর করে।'

'হামলাকারীরা আমাকে বলে যে আমি কেন সমাজকল্যাণ মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদের ডাকে সাড়া দেইনি। এতে আমি নাকি অপরাধ করেছি। তাই তারা রাকিবুজ্জামানের নির্দেশে আমার অফিসে এসেছে,' বলেন তিনি।

নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র আরও বলেন, 'হামলাকারীরা আমাকে মারধর করে, গালিগালাজ করে। আমি নাকি জামায়াত-শিবির, আমি নাকি রাজাকার এমন কথাও বলে তারা। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় আমি কালীগঞ্জ ছেড়ে নিরাপদ আশ্রয়ে এসেছি। আমাদের কাছে ঘটনার সিসিটিভি ফুটেজ আছে। সবকিছু আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'আমি হামলার ঘটনার বিষয়ে কিছুই জানি না। হামলাকারীরা যদি আমার নাম ব্যবহার করে তাহলে এটা দুঃখজনক। ঘটনার দায়ভার হামলাকারীদেরই নিতে হবে।'

'সামনে নির্বাচন। তাই কেউ আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে আমার নাম ভাঙিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। আমিও বিষয়টি খতিয়ে দেখছি,' বলেন তিনি।

যোগাযোগ করা হলে নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মোখলেছুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রীকে জানিয়েছি। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।' 

জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ডেইলি স্টারকে বলেন, নেসকো অফিসে হামলা হয়েছে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।'

Comments

The Daily Star  | English
NBR speeds up auction process of abandoned goods

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

2h ago