পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন শিশুসহ সাত জনকে বাংলাদেশে ‘পুশ ইন’

তিস্তায় নৌকাডুবি
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হোসনাবাদ সীমান্ত দিয়ে দুই পরিবারের সাত জনকে বাংলাদেশে 'পুশ ইন' করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ৮৮২ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে বৃষ্টির মধ্যে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে পাটগ্রাম থানায় হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন কাওছার আলী (৭০), খুরশিদ আলম (৫০), কাওছার আলীর স্ত্রী মুন্নি খাতুন (৫৯), খুরশিদ আলমের স্ত্রী তারা খাতুন (৪৫) এবং তাদের তিন কন্যা রেজিয়া আক্তার (১২), ছানিয়া খাতুন (১০) ও আমেনা খাতুন (৭)। তাদের সবার বাড়ি খুলনার দৌলতপুর উপজেলার খালিশপুর এলাকায়।

খুরশিদ আলম বলেন, 'আমরা প্রায় ২০ বছর দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করেছি। ওখানেই আমাদের সন্তানদের জন্ম। কিন্তু কিছুদিন আগে ভারতীয় পুলিশ আমাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে তারা আমাদের ভোররাতে, বৃষ্টির মধ্যেই সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।'

রংপুর বিজিবি ৬১ ব্যাটালিয়নের বাউড়া বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আনোয়ার হোসেন বলেন, 'বিএসএফ আন্তর্জাতিক সীমান্তচুক্তি লঙ্ঘন করে নাগরিকদের জোরপূর্বক ঠেলে পাঠিয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।'

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনানুগ প্রক্রিয়ায় তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago