নাটোরের লালপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মোটরসাইকেলের তেল কেনার জন্য আজ সকালে বাড়ি থেকে বের হন ওসমান গনি। স্থানীয় একটি দোকানে তেল কেনার সময় দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে হামলা চালায়। তারা ওসমান গণির হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।
মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরের লালপুরে যুবলীগের এক নেতাকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওসমান গনি নামের ওই যুবলীগ নেতা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

রোববার সকালে লালপুরের কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাচিলান গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামেই ওসমান গনির বাড়ি। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলের তেল কেনার জন্য আজ সকালে বাড়ি থেকে বের হন ওসমান গনি। স্থানীয় একটি দোকানে তেল কেনার সময় দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে হামলা চালায়। তারা ওসমান গণির হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।

পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জেরে ওসমান গনিকে হত্যা করা হয়ে থাকতে পারে।

লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ওসমান গণির বাড়িতে রাখা হয়েছে। তদন্ত করে হত্যার আসল কারণ উদঘাটন করা হবে।

Comments