চট্টগ্রাম

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে জামাতা গ্রেপ্তার

ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
পাহাড় ধস
স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রাম নগরীতে শাশুড়িকে হত্যার অভিযোগে জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।

গ্রেপ্তার মো. আজিম (৫৩) কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর। এর আগে গতকাল রোববার নগরীর কলসিদীঘির পাড় থেকে পুলিশ আজিমের শাশুড়ি রুমা আক্তারের (৫০) মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা দ্য ডেইলি স্টারকে জানান, পারিবারিক কলহের জেরে ক্ষুদ্ধ হয়ে বালিশচাপায় শ্বাসরোধ করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। খুন করার পর আজিম মোবাইল বন্ধ করে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে ও গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।

বন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. গফুর বলেন, '২ মাস ধরে শ্বাশুড়ি রুমা তার মেয়ে গার্মেন্টসকর্মী পারভিন ও জামাতা আজিমের বাসায় অবস্থান করছিলেন। এ নিয়ে পারভিন ও আজিমের মধ্যে কলহ তৈরি হয়। রোববার সকালে পারভীন কর্মস্থলে যাওয়ার পর আজিম তার শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় দায়ের হত্যা মামলায় আজিমকে গ্রেপ্তার করা হয়েছে।'  

Comments