অপরাধ ও বিচার

সন্ত্রাসী মামুনকে গুলি: ২ দিনেও কেউ গ্রেপ্তার নেই

প্রতিপক্ষের সন্ত্রাসীরা চারটি মোটরসাইকেলে চড়ে এসে তেজগাঁওয়ে সিটি পেট্রল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি এলাকায় মূল সড়কে মামুনের ব্যক্তিগত গাড়ি আটকে এলোপাথাড়ি গুলিবর্ষণ ও কুপিয়ে জখম করে।
সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে ‘প্রতিপক্ষের’ গুলি, মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ
সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের প্রাইভেটকার লক্ষ্য করে ছোড়া গুলিতে আহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলকে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় | ছবি: প্রথম আলোর সৌজন্যে

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি সন্ত্রাসী মামুনের ওপর হামলার ঘটনায় ২ দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

গত সোমবার রাতে ঢাকার মগবাজারের একটি পানশালা থেকে বের হওয়ার পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন মামুন (৫৪)। প্রতিপক্ষের সন্ত্রাসীরা চারটি মোটরসাইকেলে চড়ে এসে তেজগাঁওয়ে সিটি পেট্রল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি এলাকায় মূল সড়কে মামুনের ব্যক্তিগত গাড়ি আটকে এলোপাথাড়ি গুলিবর্ষণ ও কুপিয়ে জখম করে। এ সময় ওই এলাকায় মোটরসাইকেল আরোহী অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীলের মাথায় গুলিবিদ্ধ হন। আহত হন আরেক পথচারী।

আহত ভুবন চন্দ্র শীল ঢাকার ধানমন্ডি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। ভুবনের শ্যালক তাপস মজুমদার দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনার সময় ভুবন ভাড়া করা মোটরসাইকেলে খিলক্ষেত থেকে আরামবাগে যাচ্ছিলেন। আরামবাগে একটি মেসে থাকেন তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, অ্যাডভোকেট ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত সাত-আট জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, এই মামলায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

 

Comments

The Daily Star  | English

Are tides turning in Myanmar's civil war?

On October 27, the civil conflict in Myanmar took a significant turn.

6h ago