আইফোন কেনার জন্য চু্রি, মিরপুরে কলেজশিক্ষার্থী গ্রেপ্তার

রোববার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মিরপুরের হারুন মোল্লা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
চুরি হওয়া অলঙ্কার, নগদ অর্থ ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

চুরির অভিযোগে ঢাকার মিরপুরে এক কলেজশিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, আইফোন কেনার টাকা জোগাড় করতে সে চুরি করছিল। তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।

রোববার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে মিরপুরের হারুন মোল্লা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, গত ২৮ সেপ্টেম্বর পূর্ব মনিপুর এলাকার একটি বাসায় চুরি হয়। চোর ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে দুই জনকে শনাক্ত করা হয়। তাদের একজনকে গতকাল মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া অলঙ্কার ও নগদ ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে ওই কলেজ শিক্ষার্থী বলেছে সে আইফোন কেনার জন্য বাসায় টাকা চেয়েছিল। বাসা থেকে টাকা না পেয়ে চুরির পরিকল্পনা করে। পরে আরেক বন্ধুকে নিয়ে সে চুরি করে।

Comments