‘চুরি করতে গিয়ে’ শ্রমিক লীগ সভাপতিসহ আটক ২

চুরি করতে গিয়ে আটককৃত চরকাঁকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সরোয়ার (বামে) ও মো. আলমগীর। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে একটি বাড়িতে চুরি করার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন শ্রমিক লীগ নেতাসহ ২ জন।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে তারা চুরি করতে যান বলে অভিযোগ উঠেছে।

আটককৃতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সরোয়ার (৪১) এবং মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির আবদুল খালেকের ছেলে মো. আলমগীর (৩৮)।

আজ সকাল পৌনে ১০টার দিকে আটককৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগী হাজী মো. ইব্রাহীম ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক লীগ নেতা সরোয়ার একটি সংঘবদ্ধ চোর চক্রের নেতৃত্ব দেন। নিজের সিএনজিচালিত অটোরিকশা তিনি ব্যবহার করতেন চুরির কাজে। এর বিনিময়ে তিনি চুরির পণ্যের অর্ধেক ভাগ নিতেন। আজ ভোররাতে সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ চোরের দল মুছারপুরে হামিদ মেম্বারের বাড়িতে চুরি করে টাকা-পয়সা নিয়ে যায়।

এরপর তারা পার্শ্ববর্তী আনার আহমেদের বাড়িতে চুরির উদ্দেশ্যে যান। এ সময় ওই পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দিয়ে আলমগীরকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে সরোয়ারকেও আটক করেন স্থানীয়রা। এ ঘটনার সময় অপর চোর রাসেল পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাহার উদ্দিন বলেন, 'কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো ভুল করেন, তার দায়ভার তো আর দল গ্রহণ করবে না।'

কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ বলেন, 'আমি ঘটনাটি শুনেছি। এ ঘটনার সত্যতা এখনো নিশ্চিত হয়নি। আমরা সত্যতা যাচাইয়ের জন্য লোক পাঠিয়েছি।'

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায়  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues gazette notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago