‘এই সরকারের কাছে আর ত্বকী হত্যার বিচার চাই না’

দীর্ঘ বছরেও ত্বকী, সাগর-রুনি, তনু হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।
 ত্বকী হত্যা
ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৭ মাস উপলক্ষে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আজ আলোক প্রজ্জ্বালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

'সরকার ক্ষমতা ধরে রাখার জন্য বিচার ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে' বলে মন্তব্য করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

তিনি বলেন, 'বিচারহীনতা ও কর্তৃত্ববাদী শাসন দেশকে আজ এমন ভয়াবহ এক পর্যায়ে এনে দাঁড় করিয়েছে যেখানে বহিঃশক্তি আমাদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি স্বাধীন দেশের জন্য এটি অত্যন্ত অমর্যাদাকর।'

আজ রোববার সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৭ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

'বিচারব্যবস্থা, বাকস্বাধীনতা, ভোটাধিকার, মানবাধিকার, গণতন্ত্র সবকিছুই আজ প্রশ্নবিদ্ধ' বলে উল্লেখ করে রফিউর রাব্বি আরও বলেন, 'ভিন্ন-মত দমনে গুম-খুনের মধ্যদিয়ে সরকার এই দেশকে বিশ্বের কাছে বর্বর-রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে। আর সেজন্যই তারা দেশের বিরুদ্ধে একের পর এক অমর্যাদাকর নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ পাচ্ছে।'

দীর্ঘ বছরেও ত্বকী, সাগর-রুনি, তনু হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ ছাড়া শাসকগোষ্ঠীর ছত্রছায়ায় অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে মন্তব্য করে তিনি বলেন, 'আমরা আর এই সরকারের কাছে ত্বকী হত্যার বিচার চাই না। যারা সাড়ে ১০ বছরে বিচার করে নাই, দু-এক মাসে তা তারা করবে না। আগামী নির্বাচনে এমন সরকার আমাদের প্রত্যাশা যারা বিচারহীনতা থেকে মানুষকে মুক্তি দেবে। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, মানবাধিকার, সংবিধানে উল্লেখিত সকল গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে।'

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোক প্রজ্বালন কর্মসূচিতে সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, বাসদ নেতা নিখিল দাস, সিপিবি নেতা শিবনাথ চক্রবর্তী, ন্যাপের আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন প্রমুখ।

প্রধানমন্ত্রীর নির্দেশেই ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন হালিম আজাদ।

তিনি বলেন, 'সাড়ে ১০ বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষ হয়ে অভিযোগপত্র তৈরি করে রাখার পরও তা আদালতে পেশ করা হয় নাই। সরকার মুখে যাই বলুক না কেন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যেহেতু সরকার দলীয়, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে আছে, সে কারণেই এ বিচার হচ্ছে না।'

মাহবুবুর রহমান মাসুম বলেন, 'শামীম ওসমানের নির্দেশে ত্বকীকে হত্যা করা হয়েছে বলেই ত্বকী হত্যার বিচার বন্ধ হয়ে আছে। আমরা প্রধানমন্ত্রীকে বলব আপনি অত্যন্ত নির্মম, অন্যায় ও নিষ্ঠুরতার একটি উদাহরণ রেখে গেলেন।'

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু'দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।

Comments