থানায় সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিলেন ওসি

মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরে সংবাদ সংগ্রহের কাজে থানায় গিয়ে লাঞ্ছিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক দেবাশীষ কুমার সরকার ও ক্যামেরাপারসন সজিবুর রহমান। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পেশাগত কর্তব্য পালনে ওই দুই সংবাদকর্মী থানায় গেলে তাদের লাঞ্ছিত করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক দেবাশীষ কুমার সরকার বলেন, 'নাটোর থানা পুলিশের অপকর্ম বিষয়ে প্রতিবেদন করার জন্য থানার ভিডিও ফুটেজ এবং বক্তব্য নিতে গেলে ওসি নাছিম আহমেদ উত্তেজিত হয়ে উঠেন। তিনি আমার ব্যক্তিগত মোবাইল এবং টিভি ক্যামেরা ছিনিয়ে নেয়। ওসি নিজেই ক্যামেরাপারসন সজিবুরকে ধাক্কাধাক্কি করে। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল এবং ক্যামেরা থানার উপপরিদর্শক শাহাদৎ হোসেনের জিম্মায় রেখে বাইরে চলে যান।'

পরে সকাল ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম থানায় এসে ক্যামেরা ও মোবাইল ফেরত দিয়ে দুঃখ প্রকাশ করেন। ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন 'সারদায় আইজিপি স্যারের অনুষ্ঠানে আছেন এসপি স্যার। সেখান থেকে ফিরলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

অভিযোগের ব্যাপারে ওসি নাছিম আহমেদ বলেন, 'আমি মোবাইল ফোনে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলছিলাম। সাংবাদিক এ সময় সেলিমের বিরুদ্ধে কয়টা মামলা আছে জানতে চান এবং ক্যামেরাম্যান তা রেকর্ড করছিলেন। সেকারণে তাদের মোবাইল এবং ক্যামেরা একজন উপপরিদর্শকের কাছে দিয়ে যাই। অফিসে ঢুকেই কথপোকথন রেকর্ড করা তো ঠিক না। আমি তাদের আচরণে দুঃখ পেয়েছি।'

Comments

The Daily Star  | English

Step up diplomacy as US tariff clock ticks away

At a roundtable organised by The Daily Star, exporters and an economist urge a swift rethink of trade strategy

11h ago