রিমান্ড শেষে বিএনপি নেতা এ্যানি কারাগারে

ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

৪ দিনের রিমান্ড শেষে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদ এ আদেশ দেন বলে আদালতের এক পুলিশ কর্মকর্তা জানান।

গত মে মাসে ঢাকা সিটি কলেজের সামনে পুলিশ সদস্যদের লাঞ্ছিত ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে আজ শনিবার এ্যানিকে আদালতে হাজির করা হয়।

গত ১১ অক্টোবর ঢাকার আরেকটি আদালতে পুলিশ এ্যানিকে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই দিনে ধানমন্ডি থানায় দায়ের ওই মামলায় এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

Comments