জামায়াতের বৈঠক থেকে ৪০ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ জানিয়েছে, নাশকতামূলক কাজের জন্য জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন।
নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে জামায়াতে ইসলামীর বৈঠক থেকে ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়

পুলিশের দাবি নাশকতামূলক কাজের জন্য জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এ ঘটনায় থানার উপপরিদর্শক এস আই ইশতিয়াক আহাম্মেদ তানভীর বাদী হয়ে মামলা করেছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম আজ সকালে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন নির্বাচন উপলক্ষে দলীয় নেতা-কর্মীরা ঘরোয়া সাধারণ সভা করছিল। এতে একলাশপুর ইউনিয়ন জামায়াত আমির ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য-গিয়াস উদ্দিন উপস্থিত হয়ে বৈঠক করছিলেন। পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ার্ড পর্যায়ের ওই বৈঠক স্থল ঘেরাও করে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করে থানায় নিয়ে মামলা দেয়। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, জামায়াতের নেতাকর্মীরা গোপনে নাশকতামূলক কাজের পরিকল্পনায় বৈঠক করছিল। পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা থানায় নিয়ে আসে । এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

Comments