আদালত কক্ষ থেকে লোহার খাঁচা সরাতে আইনি নোটিশ

১০ আইনজীবীর পক্ষে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শকের কাছে আইনি নোটিশ পাঠান আইনজীবী শিশির মনির।
ছবি: স্টার গ্রাফিক্স

সারা দেশের আদালত কক্ষ থেকে লোহার খাঁচা (যেখানে মামলা চলাকালীন অভিযুক্ত ব্যক্তিদের রাখা হয়) সরানোর জন্য সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।

আজ সোমবার অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

১০ আইনজীবীর পক্ষে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শকের কাছে আইনি নোটিশ পাঠান আইনজীবী শিশির মনির। তিনি বলেন, 'আসামিদের আদালতে আটকে রাখার জন্য লোহার খাঁচা ব্যবহার অমানবিক এবং আইন ও সংবিধানের পরিপন্থী।'

শিশির মনির সাংবাদিকদের বলেন, 'নোটিশ গ্রহণকারীরা আদালত কক্ষ থেকে লোহার খাঁচা অপসারণের ব্যবস্থা না নিলে তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হবে।'

Comments