চট্টগ্রামে ফেনসিডিলসহ রামগড় থানার কনস্টেবল আটক

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাংলাবাজার রামগড়-বারইয়ারহাট সড়ক থেকে তাকে আটক করা হয়।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামে ফেনসিডিলসহ খাগড়াছড়ির রামগড় থানার এক কনস্টেবলকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

আটক কনস্টেবল সাজ্জাদ হোসেনের (২৭) গ্রামের বাড়ি নাটোর জেলার বড়ইগ্রাম থানায়।

আজ বুধবার সকালে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাংলাবাজার রামগড়-বারইয়ারহাট সড়ক থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৭৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু ডেইলি স্টারকে বলেন, 'রামগড় থানার কনস্টেবল সাজ্জাদকে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক করে পরিষদে নিয়ে আসে স্থানীয়রা। পরে আমি পুলিশকে খবর দেই।'

এ বিষয়ে মন্তব্য জানতে রামগড় থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'কনস্টেবল সাজ্জাদ গতরাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত নেই। মাদক নিয়ে আটকের বিষয়ে অফিসিয়ালি জানি না।'

ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

জানতে চাইলে খাগড়াছড়ির রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।'

এর আগে গত ১৪ অক্টোবর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা গেট এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৯৩ বোতল ফেনসিডিলসহ রামগড় থানার আরেক কনস্টেবল আশরাফুল হাসান তানভীরকে (২৬) গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Comments