পূজাকে কেন্দ্র করে কোনো হুমকি-শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

‘সামনে যে নির্বাচন, সেটিও মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে’
পূজাকে কেন্দ্র করে কোনো হুমকি-শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি বা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাবিবুর রহমান বলেন, 'কোনো ধরনের সমস্যা ছাড়াই নির্দিষ্ট সময়ের ভেতরে আমরা যাতে বিসর্জন সম্পন্ন করতে পারি সে জন্য সবাই সচেষ্ট থাকবে। আমাদের সঙ্গে নৌ পুলিশ; তাদেরকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'পূজা উপলক্ষে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি বা শঙ্কা নেই। তারপরও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একাধিক উপায়ে এটি যাতে মোকাবিলা করা যায় সে জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

'সামনে যে নির্বাচন, সেটিও মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজানো হয়েছে,' বলেন তিনি।

Comments