ঢাকায় ২৪ ঘণ্টায় ৫০০ টহল দল, পুলিশের ৫৪ চেকপোস্ট, গ্রেপ্তার ২৪৮: ডিএমপি

ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের ৫৪টি চেকপোস্ট স্থাপন করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকার ৫০টি থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় মোট ৫০০টি টহল দল এবং পুলিশের ৫৪ চেকপোস্ট দায়িত্ব পালন করেছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে। 

এর অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় ডিএমপির ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করে। 

এছাড়া, মহানগর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৫৪টি চেকপোস্ট পরিচালনা করা হয়। 

ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ৭টি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ৪টি এবং র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। 

এছাড়া, ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএনের ৩১টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৪ জন ডাকাত, ১৬ জন ছিনতাইকারী, ৭ জন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন মাদক চোরাকারবারি, ৪৪ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী আছে।

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৯টি মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Comments

The Daily Star  | English

Khaleda reaches Gulshan residence amid warm welcome from party supporters

Supporters waved party flags and chanted slogans as the vehicle, with Khaleda seated in the front and her daughters-in-laws

44m ago