প্রকাশ্যে বিক্রি হলো যমুনায় ধরা ৬৩ কেজির ‘মহাবিপন্ন’ বাঘাইড়

যমুনা নাদীতে ধরা ৬৩ কেজি ওজনের বাঘাইড় মাছ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে ধরা ৬৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ প্রকাশ্যে বিক্রি করা হয়েছে। প্রতি কেজি ১২০০ টাকা দরে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে মাছটি। অথচ মহাবিপন্ন এ মাছটি শিকার ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।

আজ সোমবার সকালে জেলে বাদশা মিয়া মাছটি বিক্রির জন্য উপজেলার সরদারপাড়া বাজারে তোলেন।

বাদশা মিয়া বলেন, গতকাল রাতে যমুনা নদীতে ৬৩ কেজি ওজনের বাঘাইর মাছটি তার জালে ধরা পড়ে। মাছটি অনেক বড় হওয়ায় কোনো একক ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরে এটি বাজারে নিয়ে কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়।

বাঘাইড় বা বাঘাইর (Gangetic Goonch) এর বৈজ্ঞানিক নাম Bagarius yarrelli। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর রেড লিস্ট অনুযায়ী মিঠা পানির এ মাছটি 'মহাবিপন্ন'।

বাঘাইড় মাছ বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ২নং তফসিলভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী।

আইন অনুযায়ী বাঘাইড় মাছ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ এবং এ অপরাধের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড হতে পারে।

ক্রেতাদের একজন আব্দুল্লাহ্ আল মামুন বলেন, দীর্ঘদিন পর যমুনায় এতবড় মাছ ধরা পড়ল। এমন বড় মাছ সচরাচর বাজারে দেখা যায় না।

বাঘাইড় মাছ কেনা-বেচার ব্যাপারে জানতে চাইলে দেওনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বাঘাইড় মাছটি কে কোথা থেকে ধরেছে আমি জানি না। খোঁজ খবর নিয়ে দেখছি।

 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

8h ago