প্রধান বিচারপতির বাসভবনে হামলা: বিএনপির ৩ নেতার আগাম জামিন

হাইকোর্ট
ফাইল ছবি

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপি নেতা ও আইনজীবী জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী এবং এ এম মাহবুব উদ্দিন খোকনকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে মামলায় তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মামলায় জামিন চেয়ে বিএনপি নেতাদের করা পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে এদিন জামিনের জন্য বেঞ্চের সামনে হাজির হন আবেদনকারীরা।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সুব্রত চৌধুরীসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর ও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে গত ২৯ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।

আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

8h ago