বগুড়ার মহাস্থানগড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাইকোর্টের নির্দেশনা অনুসারে মহাস্থানগড়ের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।
বগুড়ার মহাস্থানগড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে ঐতিহাসিক মহাস্থানগড়ে অবৈধভাবে গড়ে তোলা একটি স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই স্থাপনা ভেঙে দেন।

অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তাসনিমুজ্জামান।

এছাড়া মহাস্থানগড়ের কাস্টডিয়ান রাজিয়া সুলতানা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, হাইকোর্টের নির্দেশনা অনুসারে মহাস্থানগড়ের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। সেই নির্দেশনা অমান্য করে নূর ইসলাম জনি নামে এক ব্যক্তি সেখানে স্থাপনা গড়েছিলেন। নির্মাণকাজ শুরুর সময় তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।

Comments