অবরোধের ২ দিনে ১৪ যানবাহনে আগুন

বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের ২ দিনে সারাদেশে ১৪টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা মহানগরে ৮টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জাসিম জানান, সারাদেশে ১১টি বাস, একটি ট্রাক এবং ২টি নসিমনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকা বিভাগে ১১টি এবং বরিশাল, নাটোর ও দিনাজপুরে ১টি করে যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে এসব যানবাহনে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।
Comments