ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন

কালিয়াকৈর ফায়ার সার্ভিস আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোরে একটি দাঁড়িয়ে থাকা বাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগে আগুন নিভিয়ে ফেলা হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।’
বাসে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দাঁড়িয়ে থাকা বাসে আগুন। ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা পঞ্চম দফার দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ইবনে সিনা কারখানার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোরে একটি দাঁড়িয়ে থাকা বাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগে আগুন নিভিয়ে ফেলা হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।'

'বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এটা কোন পরিবহনের বাস ছিল তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।'

Comments