ঢাকা-গাজীপুরে ২ বাসে, সিরাজগঞ্জে ট্রাকে আগুন

ঢাকা ও গাজীপুরে দুইটি বাস এবং সিরাজগঞ্জে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার যানবাহনগুলোতে আগুন দেওয়া হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি জানান, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি ট্রাকে, ভোর ৫টা ২৬ মিনিটে রাজধানীর ধোলাইপাড়ে তুরাগ পরিবহনের একটি বাসে ও সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় মিনহাজ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
কে বা কারা বাস ও ট্রাকে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
Comments