আব্দুল্লাহপুর, টঙ্গী থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়

ঢাকার আব্দুল্লাহপুর ও টঙ্গী থেকে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তারা হলেন-- রংপুরের কতোয়ালি থানার শহিদুল হোসেন (৩১), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার ফারুক মিয়া (২৪), ভোলা সদর উপজেলার শামীম (১৯), গাইবান্ধা সদর উপজেলার হৃদয় (২২), কুড়িগ্রামের রৌমারি উপজেলার আলমগীর হোসেন (২৫), গাজীপুর মহানগীর পূবাইল থানার জাহিদ (১৯) এবং চাঁদপুর সদর উপজেলার সবুজ (২৪)।

গতকাল সোমবার রাতে গাজীপুরের টঙ্গী ও ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাকু, দুইটি খুর, দুইটি সাইকেলের চেইন, চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান জানান, কিশোর গ্যাং সদস্যরা টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকায় বিকট শব্দে সাইলেন্সারবিহীন মোটরসাইকেল চালানো, ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ার, পেশিশক্তি প্রদর্শন করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা এসব কার্যক্রম জানতে পেরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Comments