টিকাটুলী-মোহাম্মদপুরে ২ বাসে আগুন, আটক ২

মোহাম্মদপুরে বাসে আগুন দেওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
staff bus torched
ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্টাফ বাসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর টিকাটুলী ও মোহাম্মদপুরে পৃথক দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার রাতে বাস দুইটিতে আগুন দেওয়া হয়।

রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্টাফ বাসে আগুন দেওয়া হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার।

তিনি জানান, সূত্রাপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৯টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হননি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচএম আজিমুল হক ডেইলি স্টারকে জানান, বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে।

তারা হলেন—মোহাম্মদপুরের আদাবরের মেহেদিবাগের হাশেম আলীর ছেলে শাহীন (২৪) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে আবু বরক সিদ্দিক (২০)।

Comments