রেললাইনে ‘নাশকতা চেষ্টা’র অভিযোগে আটক ৩

পুলিশ জানায়, আটককৃতরা রেললাইনে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে রেললাইনে 'নাশকতা চেষ্টার' অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ।

আজ রোববার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান৷

আটককৃতরা হলেন- জয়নাল আবেদীন, আরিফ ও হাবিবুর রহমান। তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসআই মোখলেসুর রহমান বলেন, 'আটককৃতরা রেললাইনে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। টহলরত রেলপুলিশ তখন তাদের আটক করে।'

আটক ব্যক্তিদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা৷

Comments