খিলক্ষেতে ৩ পথচারী নিহত: ল্যান্ড ক্রুজার গাড়ির চালক গ্রেপ্তার
রাজধানীর খিলক্ষেতে গাড়ির ধাক্কায় এক শিশুসহ তিন জন পথচারী নিহত হওয়ার ঘটনায় গাড়িটির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক খন্দকার জানান, আজ ভোরে খিলক্ষেত এলাকা থেকে ল্যান্ড ক্রুজার গাড়িটির চালক দিশানকে আটক করে পুলিশের একটি দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি পুলিশকে বলেছেন ঘটনার সময় তিনি অসুস্থতা বোধ করছিলেন। গতকাল রাত ৯টার দিকে পথচারীদের চাপা দিয়ে তিনি পালিয়ে যান।
নিহত তিনজনের মধ্যে নয় বছরের শিশু ইয়াসিন ঘটনাস্থলেই মারা যায়। নিহত অন্য দুজন—উজ্জ্বল পাণ্ডে (২৬) হাসপাতালে নেওয়ার পথে এবং আরমিনা (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই ঘটনায় আহত ইয়াসিনের বাবা সুমন (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন।
Comments