আদালত বয়কটের কর্মসূচি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি: ব্যাখ্যা চেয়ে ২ আইনজীবীকে তলব

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ এবং শাহ আহমেদ বাদলকে তাদের আদালত বর্জনের কর্মসূচির বিষয়ে জানিয়ে প্রধান বিচারপতির কাছে একটি চিঠি পাঠানোর বিষয়ে তাদের আগামী ১১ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ও সদস্য সচিব শাহ আহমেদ বাদলকে আগামী ১১ জানুয়ারি সকাল ৯টায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হাজির হয়ে চিঠি দেওয়ার বিষয়ে তাদের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আদেশে বলেন, চিঠির বিষয়বস্তু অবমাননাকর এবং এটি বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করেছে।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

2h ago