একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মোবারক হোসেন খালাস

supreme-court.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

সুপ্রিমকোর্ট ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেনকে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ মামলায় খালাস দিয়েছেন। এই মামলায় ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

আইসিটি-১ এর দেওয়া রায়ও বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যবিশিষ্ট বেঞ্চ এ রায় দেন।

আইসিটি-১ এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মোবারক হোসেনের করা আপিলের শুনানি শেষে এ রায় দেন বেঞ্চ।

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।

আদালতে মোবারক হোসেনের পক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে ব্রাহ্মণবাড়িয়ার তনমণ্ডাইল গ্রামে মুক্তিযুদ্ধের সময় ৩৩ জনকে অপহরণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। তিনি যুদ্ধকালীন জামায়াতে ইসলামীর নেতা ছিলেন এবং ১৯৭১ এর পর আওয়ামী লীগে যোগ দেন।

ট্রাইব্যুনাল আরও একটি মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং তিনটি অভিযোগ থেকে খালাস দেন।

২০১৪ সালের ১৮ ডিসেম্বর মোবারক হোসেন তার আইনজীবীদের মাধ্যমে আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন।

৮২ পৃষ্ঠার ওই আপিলে তিনি দুটি অভিযোগে খালাস চেয়েছিলেন, যেখানে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আপিলের সঙ্গে তিনি ৭৮০ পৃষ্ঠার নথিও সংযুক্ত করেন।

সাবেক এই আওয়ামী লীগ নেতা ৭৭টি যুক্তি তুলে ধরেন, যেগুলোর ভিত্তিতে আদালতের তাকে খালাস দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত বলে দাবি করেন তিনি।

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago