২৯৭ কোটি টাকার দুর্নীতি মামলা: জি কে শামীমের জামিন সুপ্রিম কোর্টে স্থগিত
২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীমকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশ আগামী ১১ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ স্থগিতাদেশ দেন।
১১ মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দুদকের আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান চেম্বার বিচারক।
আবেদনে দুদক বলেছে, জি কে শামীমের বিরুদ্ধে মামলার সাক্ষীদের জবানবন্দি নেওয়া হচ্ছে নিম্ন আদালতে। তাই এ অবস্থায় তাকে জামিন দেওয়া উচিত নয়।
আজ শুনানিতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান এবং জি কে শামীমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২১ অক্টোবর শীর্ষস্থানীয় সরকারি ঠিকাদার জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে মামলাটি করে দুদক। তদন্ত করে তার বিরুদ্ধে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় দুদক।
গত ৪ জানুয়ারি ওই মামলায় জি কে শামীমকে জামিন দেন হাইকোর্ট।
Comments