অপরাধ ও বিচার

খাগড়াছড়িতে ২ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে মহালছড়ির দুরছড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
খাগড়াছড়ি
স্টার অনলাইন গ্রাফিক্স

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে মহালছড়ির দুরছড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

সংগঠনটির মুখপাত্র অনংগা মারমা জানান, নিহত রবি কুমার চাকমা (৬৫) ও বিমল চাকমা (৫৫) ইউপিডিএফের কর্মী ছিলেন।

এই হত্যাকাণ্ডের জন্য সংগঠনটি ইউপিডিএফ (ডেমোক্রেটিক)-কে দায়ী করেছে।

ইউপিডিএফের তথ্য ও প্রচার সম্পাদক নিরন চাকমার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর থেকে তাদের আরেক সদস্য নিখোঁজ রয়েছেন। তার নাম রহিন্তু চাকমা (৩২)।

তবে অভিযোগের ব্যাপারে বক্তব্যের জন্য ইউপিডিএফ (ডেমোক্রেটিক) এর সঙ্গে যোগাযোগ করতে পারেনি দ্য ডেইলি স্টার।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর পানছড়ি উপজেলার অনিল পাড়া গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে চার ইউপিডিএফ সদস্য নিহত হয়েছিলেন।

Comments