মানিকগঞ্জে এসিড নিক্ষেপ করে হত্যা: সাবেক স্বামীর মৃত্যুদণ্ড

এসিড নিক্ষেপ করে সাবেক স্ত্রীকে হত্যায় মৃত্যুদণ্ডে দণ্ডিত নাঈম মল্লিক। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ করে হত্যার দায়ে মো. নাঈম মল্লিক (৩১) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ জয়শ্রী সমদ্দার এই রায় দেন।

নিহত সাথী আক্তার (২০) সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এজাহারসূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ জানুয়ারি ঘুমন্ত অবস্থায় সাথীকে এসিড নিক্ষেপ করেন নাঈম। তার  ছোড়া এসিডে সাথীর হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ১২ দিন চিকিৎসাধীন ছিলেন শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে।  চিকিৎসাধীন অবস্থায় সাথী আক্তারের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মামা লাল মিয়া বাদী হয়ে সাটুরিয়া থানায় এসিড অপরাধ দমন আইনে মামলা করেন।

Comments