ড. ইউনূসকে অহেতুক জেলে নেওয়ার ইচ্ছা সরকারের নাই: আইনমন্ত্রী

‘রায় কার্যকর করার দায়িত্ব অবশ্যই সরকারের, সেটা করবে কিন্তু অহেতুক ড. ইউনূসকে অ্যারেস্ট করার বা জেলে নেওয়ার ইচ্ছা সরকারের নাই।’
ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অহেতুক অ্যারেস্ট করার বা জেলে নেওয়ার ইচ্ছা সরকারের নাই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একজন গণমাধ্যমকর্মী প্রশ্ন করেন, ড. ইউনূসের আইনজীবী প্যানেলের একজন সদস্য শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে দেখা করেছেন। আগে উনি ড. ইউনূসের মামলার পক্ষে লড়েছেন। আশ্চর্যজনকভাবে উনি বিচারকের সঙ্গে দেখা করে বের হয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে তার পক্ষে লড়ার কথাও বলেছেন। এ কথা আপনি জানেন কি না—জবাবে আইনমন্ত্রী বলেন, 'না, আমার জানা নেই।'

ড. ইউনূসকে গ্রেপ্তারে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে আনিসুল হক বলেন, 'আমি আবারও বলছি, সরকারের গ্রেপ্তারের কোনো পরিকল্পনা নাই। এখানে যে মামলাগুলো চলমান আছে—এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) মামলা আছে কিছু, শ্রম আদালতের মামলা আছে কিছু এবং সেগুলোর বিচার হবে। সেখানে বিজ্ঞ বিচারকরা সেই মামলার মেরিটের ওপর রায় দেবেন। সেই রায় কার্যকর করার দায়িত্ব অবশ্যই সরকারের, সেটা করবে কিন্তু অহেতুক ড. ইউনূসকে অ্যারেস্ট করার বা জেলে নেওয়ার ইচ্ছা সরকারের নাই।'

একজন গণমাধ্যমকর্মী দৃষ্টি আকর্ষণ করেন, ড. ইউনূসের কন্যা মনিকা ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে বলেছেন, এই মামলা নিয়ে সরকারকে আপসের প্রস্তাব দেবো—এ ব্যাপারে আইনমন্ত্রী বলেন, 'যখন আপসের প্রস্তাব সরকারের কাছে আসবে, তখন সরকারের যে এজেন্সি; লেবার ডিপার্টমেন্ট, সেটা তারা দেখবেন, এই পর্যায়ে বিবেচনা করা যায় কি না অথবা আদৌ বিবেচনা করা যায় কি না বা বিবেচনা করলে কী করতে হবে। আজকে আমি সেই ব্যাপারে কিছু বলতে পারব না।'

আনিসুল হক আরও বলেন, 'এখন পর্যন্ত আপসের কোনো প্রস্তাব আসেনি। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।'

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

5h ago