খুলনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

খুলনা

খুলনার পাইকগাছায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পরিবার।

পুলিশ জানায়, আজ সোমবার ভোরের দিকে ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে বাড়িতে ছিলেন না। দুর্বৃত্তরা গাছ বেয়ে ছাদে উঠে ওই বাড়িতে প্রবেশ করে। গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ওই বাড়িতে ডাকাতি করে তারা। গৃহবধূর হাত-পা বেঁধে ও চোখ-মুখে আঠা লাগিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক সুমন রায় বলেন, সকালের দিকে ওই নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এই মুহূর্তে তার চোখ ও মুখ রক্ষার জন্য অস্ত্রোপচার কার্যক্রম চলছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কারা জড়িত তা জানতে তদন্ত চলছে।

Comments

The Daily Star  | English

From classroom to cobbler’s stall: boy’s dreams shattered by mob killing

Slain Ruplal's 14-year-old occupies his father’s empty seat to run his family

1h ago