কামরাঙ্গীরচরে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— বগুড়ার মো. মোহন, সিরাজগঞ্জের মো. সাব্বির এবং শরীয়তপুরের মো. রাসেল।

আজ বুধবার ঢাকার চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

এছাড়াও রায়ে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তাদের আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

ট্রাইব্যুনাল একই মামলায় অপ্রাপ্তবয়স্ক দুই জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু জামিন নিয়ে তারা পলাতক আছে।

ট্রাইব্যুনাল অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে এবং জানিয়েছে যে তাদের সাজা তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে কার্যকর হবে।

রায়ে বিচারক বলেন, রাষ্ট্রপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ নিঃসন্দেহে প্রমাণ করতে পেরেছে এবং তাদের এই ধরনের অপরাধ করার জন্য শাস্তি দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা ২০২০ সালের ১৭ জুন কামরাঙ্গীরচর এলাকার একটি নির্মাণাধীন ভবনে শিশুটিকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ভিকটিমের মা কামরাঙ্গীরচর থানায় এই বিষয়ে মামলা দায়ের করেন।

তদন্তের পর, পুলিশ গত ২০ অক্টোবর মামলায় পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

Comments

The Daily Star  | English

Khaleda reaches Gulshan residence amid warm welcome

Supporters waved party flags and chanted slogans as the vehicle, with Khaleda seated in the front and her daughters-in-laws

50m ago