ফোনে জুয়া খেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫ তরুণের কারাদণ্ড

দিনাজপুরের খানসামায় স্মার্টফোনে জুয়া খেলার অভিযোগে পাঁচ তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুরের খানসামায় স্মার্টফোনে জুয়া খেলার অভিযোগে পাঁচ তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, বুধবার বিকেলে খানসামা উপজেলার সুবর্ণখালী গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। সেখানে তারা ফোনে জুয়া খেলছিলেন। তাদের কাছ থেকে ৮৪টি সিম কার্ড ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

তারা হলেন আনোয়ার হোসেন (২০), হাসানুর ইসলাম (১৯), গালিব ইসলাম (১৯), উজ্জল ভূঁইয়া (২৫) ও সুমন ইসলাম (২৯)। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড দেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে তাদেরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Comments