নারায়ণগঞ্জ

কবুতর পালনের আড়ালে তৈরি করা হচ্ছিল আগ্নেয়াস্ত্র, আটক ১

জব্দ করা অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে দেশীয় পদ্ধতিতে তৈরি দুটি পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

বুধবার সন্ধ্যায় ওই অভিযানে একজনকে আটক করা হয়। তার নাম করিম মিয়া (৫০)। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা এই তথ্য নিশ্চিত করেছেন।

করিম চাঁদপুর জেলার হাইচরের প্রয়াত সিদ্দিকুল রহমানের ছেসে৷ নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় বোনের ভাড়াবাসায় থাকতেন। সেখানের একটি কক্ষে কবুতর পালনের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল বলে জানায় পুলিশ।

অভিযানে দুটি পিস্তল ছাড়াও একটি ওয়ান-শ্যুটার গানের (দেশীয় একনলা বন্দুক) পাইপের অংশ, একটি কার্তুজ, শটগানের গুলিসহ অন্যান্য দেশীয় রিভলভার ও পাইপগান তৈরির সরঞ্জাম, ড্রিল মেশিন, কাটার উদ্ধার করা হয়।

চাইলাউ মারমা বলেন, 'করিম মিয়া চাহিদা অনুযায়ী পিস্তল ও রিভলভার তৈরি করে সরবরাহ করতেন। প্রায় এক মাস নজর রাখার পর বুধবার বিকেলে ডিবি পুলিশ অভিযান চালায়। তার আরেকজন সহযোগী আছে বলে জেনেছি৷ আমরা তাকে শনাক্ত করে আইনের আওতায় আনব৷'

অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি শাহাদাত হোসেন৷

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago